বাণিজ্যিক উৎপাদন শুরু রহিমা ফুডের

0

স্টকরিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড নতুন প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। কোম্পানিটি আজ ৩১ মে থেকে নতুন প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। এছাড়া বানিজ্যিক কার্যালয়ও পরিবর্তন করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রমতে, ইতিমধ্যে কোম্পানিটি নারিকেল তেলের পরীক্ষামূলক উৎপাদন সম্পূর্ণ করেছে। নারিকেল তেল উৎপাদনের সাথে কোম্পানিটি সয়াবিন এবং সরিষার তেল বোতলজাত ও বাজারজাত করবে।

কোম্পানিটি আরও জানায়, কোম্পানিটি কাজুবাদাম উৎপাদন এবং প্যাকিং করবে। কোম্পানিটি দেশে এবং বিদেশে কাজুবাদাম বাজারজাত করবে।

এদিকে গত ২৯ মে থেকে নিজেদের নিবন্ধিত নতুন অফিসে কার্যক্রম শুরু করেছে রহিমা ফুড। নতুন অফিসের ঠিকানা, রহিমা ফুড করপোরেশন লিমিটেড, উত্তর রুপশী, রূপগঞ্জ, নারায়নগঞ্জ। ফোন নম্বর : ৮৮০৯৬১১৬১১১২৩, ই-মেইল : rfcl.rahimafood@gmail.com

Leave A Reply

Your email address will not be published.