৭০০ কোটির ঘরে নামলো লেনদেন

0

 

স্টকরিপোর্ট প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। একইসাথে আগের কার্যদিবসের তুলনায় এদিন লেনদেন কমেছে। ডিএসইতে আজ ৭৬৪ কোটি টাকা লেনদেন হয়েছে। যা ১৬ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৮৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৫৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১৩৫৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ২১৩২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৭৬৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৮১৮ কোটি ৫৮ লাখ টাকা। এর আগে গত ২৯ জানুয়ারি সর্বনিম্ন লেনদেন হয়েছিলো ৬৬২ কোটি ৪৫ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৪টি কোম্পানির, বিপরীতে ১৬৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.